সূর্যটা পূর্ব দিকেই উদিত হতো
নদীর পানিও ছিলো প্রবাহমান;
তবুও যেনো এলোমেলো আর তৃষ্ণার্ত
ছিলাম স্বাধীনতার জন্য অপেক্ষামান।


আটকে ছিলাম শোষনের বেড়াজালে
চারদিকে শুধু হাহাকার;
মরিয়া হয়ে উঠেছিলাম মোরা
ফিরে পেতে মোদের অধিকার।


গুটিকয়েক কিংবা শুধু শহুরেই নয়
সব বাঙালি স্বপ্ন বুনেছি চোখে;
বেঁধেছি ঐক্য করেছি যে পণ
প্রয়োজনে গুলি খাবো এই বুকে।


আত্মবিশ্বাস আর অনুপ্রেরণার বলে
স্বাধীনতার যুদ্ধে সকলেই ঝাপিয়ে;
ধর্ম-বর্ণ কিংবা ভেদাভেদ নেই কোনো দলে
থামাতে পারে নি চলেছি বিজয়ের সুর বাজিয়ে।


বাঙালি যে কখনো মাথা নোয়ায়নি
মানে না কভু কোনো পরাজয়;
ফিরিয়েছি অধিকার হটিয়েছে তাদের
পেয়েছি- অবশেষে বিজয়।।