এই হৃদয়াঙ্গণ নিতান্তই অনিবার
অনুভূতির যতো সাজ;
অনুভবে থাকে স্বপ্নময়ী যেনো
তারুণ্যের রাজাধিরাজ।


এ কেমন নেশা কখনো অতি
বাড়িয়ে দেয় মনের টান;
কখনো কি দশা হয়ে সর্বনাশা
স্বপ্ন ছুঁয়ে যায় প্রাণ।


ভরিয়ে দেয় মন ভাবনারও উর্ধ্বে
কোনো অদৃশ্য মায়াজালে;
অনুভবের এই অনুভূতি নিত্য যথা
থাকে না সমান তালে।


এ মন যারে কল্পনার ভারে
অনুভূতির ছোঁয়া হারায়;
করেও আকুতি অনুভবের তরে
বাঁধিয়া রাখা তারে দায়।


লাগে না কারন অযথা বারন
যদি অনুভবে আসে ভেসে;
যাবে না ছেড়ে মায়া বেড়ে যাবে
কখনো অভিমানে কিংবা হেসে।