পঁচিশে মার্চের সেই গণহত্যা
আর তো যায় না মানা;
সময় এসেছে বদলা নেবার
আসে স্বাধীনতার ঘোষণা।


কতো বছরের অত্যাচার নিপীড়ন
সহ্যের সীমা ছাড়িয়ে;
তাই তো এবার জ্বেলেছে আগুন
পড়েছে যুদ্ধে ঝাপিয়ে।


তাজা রক্তের বিনিময়ে
ঝড়েছে যে কতো প্রাণ;
অর্জিত হয়েছে স্বাধীনতা ঠিকই
রেখেছি কি তার মান?


কোথাও যেনো কিছু পিছুটান
পরাধীনতায় অভ্যস্থ;
দিনশেষে আমরা আটকেই আছি
যেনো স্বাধীনতায় অধীনস্থ।


এমন স্বাধীনতা চাই নি কভু
বেড়াজালের সেই কালোহাত;
শুদ্ধ সুন্দর স্বাধীন দেশে বলতে চাই
বাংলাদেশ জিন্দাবাদ।।