নানা প্রান্তরে কত দেশে দেশে
কত বিশাল বিশাল অট্টালিকা;
আরো কত পরিকল্পনা তাদের দেয়াল ঘেঁষে
তবুও যেনো অপূর্ণতায় সুনিপুণ কিছু আঁকা।


আমার এই দেশে যাহা কিছু আছে
সবকিছুই লাগে সোনার মতোই খাঁটি;
স্নিগ্ধ অক্সিজেনে মোদের প্রাণ বাঁচে
ইহা যে আমার জন্মলগ্ন থেকেই ঘাঁটি।


রাস্তার পাশের বিশাল বিল
মাঠে সোনালি ফসলের সমাহার;
নদী-পুকুরের মাছের আনাগোনা, ভরপুরও ঝিল
হার মানায় যেনো ভিনদেশিদের প্রাসাদের দ্বার।


খুলিয়াছি দুয়ার মেলিয়াছি দুচোখ
মনোরম দৃষ্টিতে তাকাই স্বদেশের পানে;
গর্বে ভরে যায় যেনো বুক ভরা সুখ
ভরিয়ে দেয় মন এদেশের মহিমার ঘ্রাণে।