বাংলাদেশ তৈরীর স্বপ্ন বুনে
জাগিয়ে বাঙালি জাতি;
বীরের বেশে এগিয়ে মুজিব
আঁধারের তুমি বাতি।


তিল তিল করে এগিয়ে লক্ষ্যে
আনিলে বাংলার স্বাধীনতা;
সুসময়ের কিছু ক্লান্তি লগ্নে
হঠাৎ যেনো নিরবতা।


দেশদ্রোহী কিছু বিপথগামীর হাতেই
নিভিলো তোমার প্রাণ;
চেয়েছিলো তারা মুছে দিতে তোমায়
তবুও তুমি যে নেতা মহান।


পনেরোই আগষ্ট প্রমাণ করে দেয়
মোরা অকৃতজ্ঞই রয়ে গেলাম;
ভাবেনি কভু নিরপেক্ষতার বলে
স্বাধীনতা কার জন্য পেলাম!


গণতন্ত্রের এই বাংলাদেশে
অনেক দল-মত থাকবেই;
তবে স্বাধীনতায় যে ভূমিকায় মুজিব
অস্বীকার করার সুযোগ নেই!


★২০২০ সালের ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রচিত হয়েছে।