মায়ের ভাষা করিতে অর্জন
দেখো তো বিশ্বে চেয়ে;
বাঙালির মতো কেউ করেনি গর্জন
বুকের তাজা রক্ত দিয়ে।


পরাধীনতার চরম শৃঙ্খলে যেনো
মাতৃভাষা থেকেও বঞ্চিত;
সহে নি তো এই বাঙালি কোনো
সাহস করেছে যে সঞ্চিত।


মাতৃভাষাকে স্বীকৃতি দিতে
সালাম রফিকরা নামে সংগ্রামে;
দেয়নি কাউকে ছিনিয়ে নিতে
ফিরিয়ে রাখিতে রক্তের দামে।


কত ভাষা শুনেছি গো আমি
সবই লাগে যেনো অস্ফুট;
আমার কাছে বাংলাই দামি
বাংলাই তো ভাষার মুকুট।।