পদ্মফুল, বুকের গহীনে ফলিও না মধু
যুদ্ধ বাধবে সাপে-ভ্রমরে;
বুকের কোটরে বারুদ ফলাও!


মৌমাছি, মোমের জমিনে কোরো না মধুর চাষ
যুদ্ধ বাধবে তোমাতে-বাঁজপাখিতে, মানুষে-তোমাতে;
মোমের জমিনে করো বারুদের চাষ!


যেখানে মধু, সেখানেই যুদ্ধ!
চতুর্দিকে যুদ্ধ, যুদ্ধ এখন খেলা;
তোমরাও নও যুদ্ধমুক্ত!


মৌমাছি, বারুদের চাষ করো
পদ্মফুল, বারুদ ফলাও
তাবৎ যুদ্ধপিতা-মাতাদের বারুদে পোড়াও!


ঢাকা।
২৩.০৯.১৩