সমুদ্রের পাড়ে আমি যেন হঠাৎ দাঁড়িয়ে,
হাজার হাজার আঁচড়ে পড়া না গুনতে থাকা ঢেউয়ে,
হুহু করা বাতাসে, এলোমেলো চুলে,
দিব্বি হাসি দিয়ে, উদাসীন চাহনিতে, মন বলে-
আমি যত নিঃসঙ্গ,
মানুষ তুমি তত-তাই নিঃসঙ্গ।