আমাকে তো করে রেখেছ একঘরে তোমরা ৷
মারামারি,হাতাহাতি আর শুধু ঝগড়া ৷
দুনিয়াতে এসে তোমরা শিখেছ হিংসা করতে ৷
নবজাত শিশুকে সমাজ শেখায় কলুষ হতে ৷
মুখে কুলুপ পড়িয়ে আবার অসতের পথ দেখাও ৷
শাক দিয়ে মাছ ঢেকে মিথ্যা কুত্‌সা রটাও ৷
আসলে তোমরা বাসতে ভালো কেউই জান না ৷
না পাওয়াকে পাওয়ার চেষ্টায় অলীক কল্পনা ৷
নিজেদের ইতিহাস পড়লে নিজেদের ধিক্কার জানাবে,ছিঃ !
বর্তমান,ভবিষ্যত্‌ নিয়ে তোমরা ভাবছ কী ?
অসত্‌ থেকে সত্-এ আনার নেই কারও ক্ষমতায় ৷
পরের উপর পোদ্দারি মারতে সবাই ভালো পায় ৷
নীল আকাশের নিচে থেকে তোমরা কালো দেখছ ৷
তাইতো বুঝি আজ গগনের রামধনুকে ভুলেছ ৷
একদলকে নষ্ট করতে একটিই মাত্র যথেষ্ট ৷
আর ওই একটিকে ঠিক করতে যেন সবার কষ্ট ৷
খালি হাতে এসেছ জগতে,যাবেও খালি হাতে ৷
তবে কেন একে 'পরে থাকি না সাথে-সাথে ৷
এ জগতে নেওয়ার মতো নেইকো মোদের কিছু ৷
নিজে হাসো,অপরকে হাঁসাও;ভুলে দুঃখের আশু ৷
মনে রেখো আমরা সবাই প্রকৃতির সন্তান ৷
প্রকৃতির চেয়ে নেইকো কিছু জগতে মহান ৷
এ জগতকে বাস বানাও শিশুর মত করে ৷
লাগবে ভালো মরণ মোদের জন্মে ভূ-ধরে ৷