মানব জীবনে ঘটে চলে হরেক রকম খেলা ৷
কিছু ভুলে যাওয়া আর কিছুয় স্মৃতির মেলা ৷
হাসি-কান্না-সুখ-দুঃখ;ছয়টি অরি মনে ৷
প্রকাশ পায় তখন,যখন থাকে না গোপনে ৷
'সু' অপেক্ষা 'কু' হাজির থাকে প্রায় সবে-তে ৷
অলীক কল্পনায় নিমজ্জিত আজ বাস্তব জগতে ৷
মানবজাতি গর্ব করে বলে গো সবারে ৷
জগত্‌ মাঝে শ্রেষ্ঠ জাতির আসন পায় রে ৷
অন্য জাতি শ্রেষ্ঠ রূপে দেয়নি স্বীকৃতি ৷
"মানুষ মাত্রেই হয় যে ভুল"--নেইকো বিবৃতি ৷
যাহা বলুক লোকে,যাহা বলুক দশে ৷
পিঠ রেখে ঘুমাতে পারে কেবল মানুষে ৷
হুঁশ আছে,মান নেই;সে তো নয় মানুষ ৷
মানুষ তাকেই বলে যার আছে মান,হুঁশ ৷
মানুষের জন্ম রূপ সৃষ্টি একটি প্রক্রিয়ায় ৷
আমৃত্যুর পশ্চাদ মৃত্যু মানবের হরেক ক্রিয়ায় ৷