"মাধ্যমিক পরীক্ষা" জীবনের প্রথম বড় খেলা ৷
বছরখানি কেটে যেতেই হাজির তোমার বেলা ৷
লোচনদ্বয়ের আতঙ্কের ছাপে ভুলেছি মাছ-ভাত ৷
আর ভুলেছি বিদ্যালয়ের সবুজ খেলার মাঠ ৷
তুমি মহান,তুমি শ্রেষ্ঠ;তোমার মন যে বিরাট ৷
তোমার অমন জ্ঞানপিপাসায় আমরা কুপোকাত ৷
আসবে এটা,আসবে ওটা;বইটা খুলে নাচি ৷
মানে-মানে কেটে গেলেই প্রাণে সবাই বাঁচি ৷
সোজা-কঠিন প্রশ্ন নিয়ে থাকি দুশ্চিন্তায় ৷
পরীক্ষা কেন্দ্রে না পারলে নিজেকে লাগে অসহায় ৷
যেতে যেতে যানবাহনেও বইটি পড়া চাই ৷
সঠিক উত্তর জেনেও আবার পুস্তকে মিলাই ৷
পরীক্ষা শুরু,পরীক্ষা শেষ;ঘন্টা পড়ল মধ্যে ৷
হতাশ-হাসি-বিষণ্ণ নিয়ে বের হই কক্ষ থেকে ৷
পরীক্ষার আগে সবার মুখে ভয়ের হাসি ভাই ৷
পরীক্ষা শেষে জিজ্ঞাসাতে "হয়েছে";বাড়ি যাই ৷
খেলার মধ্যে যেমন হয় বুদ্ধির খেলা দাবা ৷
তেমন করেই তুমি হলে সব "পরীক্ষার বাবা ৷"
অজ্ঞ-বিজ্ঞ-অনভিজ্ঞ সবাই তোমার গোলাম ৷
ভয়ে,রাগে,আনন্দেতে দিচ্ছে তোমায় সেলাম ৷
জীবন মোদের হল শুরু আঙুল তোমার ধরে ৷
যতই পরীক্ষা দিই না কেন,ভুলব না তোমারে ৷