একটি মেয়ের পিছন দেখে ধরল তিনটি ছেলে ৷
লোকালয়ে আসিবা-মাত্র শিথিল হল বলে ৷
অতঃপর পুনরায় মেয়েটির পিছন ধরা ৷
মনে মনে ভাবল বটে করবে কিছু তাঁরা ৷
লালসাপূর্ণ মনের মাঝে নৃশংসতা উঠল ফুটে ৷
ইশারায় বলছে তাঁরা পেতাম যদি রাতে ৷
মেয়েটি ফিরছিল সম্ভবতঃ শিক্ষা-কেন্দ্র থেকে ৷
দূরে যে তার বাড়ি,তা বুঝল একে-একে ৷
লোকালয় ছেড়ে যেই ধরল ফাঁকা মাঠ ৷
একজন কাছে গিয়ে চাইল ছুঁতে হঠাত্‌ ৷
চেয়েছিল মেয়েটি তদা তথা হতে বাঁচতে ৷
বই-খাতা ফেলে রেখে চেষ্টা তার পালাতে ৷
অপর জনৈক যেইমাত্র ধরবে তাঁকে জড়িয়ে ৷
মুখ ঘোরাতেই অবাকে ত্রয়ী পড়ল মাথা ঘুরিয়ে ৷
তাদের মধ্যে উপস্থিত জনৈক বন্ধুর বোন ৷
অশোভনীয় আচরণ যাকে করল এতক্ষণ ৷
লজ্জা-ভয়-ঘৃণায় মেয়েটি শুধু কাঁদল ৷
কারও "কন্যা" কিংবা "বউ";"মা" নাহি ভাবল ৷
এরপর বাড়ি গিয়ে বলল সব কন্যা ৷
এমন ছেলেরা "স্বামী","দাদা","বাবা" হতে পারে না ৷
দুনিয়াতে চলছে ঘটে এমনও অনেক ঘটনা ৷
সব কিছু নয় হে মিছে,যতই ভাবি রটনা ৷