তোমার জন্য অন্তর আমার একা একা কাঁন্দে ৷
কোথায় তুমি লুকিয়ে আছ দেখো কাছে এসে ৷
ও মোর প্রিয়তমা আমায় ছেড়ে যেও না ৷
ভালোবেসে আমাতে মিলে যাও না ৷


একবার যদি আমি তোমায় কাছে পেতাম ৷
রেশমি চুলের খোঁপাতে গোলাপ গেঁথে দিতাম ৷
নদীর ধারে যখন তুমি আসতে কলসি নিয়ে ৷
পাশে থাকা তোমার ওই আঁচল মনকে নিত ছুঁয়ে ৷


নূপুর পায়ে,কাঁকন হাতে আসতে কন্যা সাজে ৷
আলতা পায়ের রঙের মতন মুখটি হ'ত লাজে ৷
চাঁন্দের আলো নিভে যেত তোমার রূপ-চন্দনে ৷
আসি আসি করে তুমি রয়েছ গহীন বনে ৷