হাসি-কান্না উভয়েই একে 'পরের সাথী ৷
একজন দিয়া আর একজন বাতি ৷
সুখ,দুঃখ চিরদিন ভাগ্যচক্রে ঘোরে ৷
সাদা মেঘ আসে তো কালো মেঘ সরে ৷
স্থির আর চঞ্চল প্রকাশ করে স্বভাব ৷
জ্যোছনা,রৌদ্র ছাড়া দিবা-নিশির অভাব ৷
কভু ঠিক কভু ভুল করতে স্বাধীন ৷
আকাশে গ্রহ,তারা রইবে যতদিন ৷
ভালো দেখে ভালো লাগে,মন্দ দেখে মন্দ ৷
যেমন বর্ষা রাখে বজ্রপাতে ছন্দ ৷
রাগ,আনন্দ করে সদা আসা-যাওয়া ৷
বোঝা যায় কে আলো আর কে ছায়া ৷
কত কিছু সয়ে যায়,হয় না কভু দ্বন্দ্ব ৷
একবার হয়ে গেলে সব লন্ড-ভন্ড ৷