সন্দেশের চমচম প্রদেশে ৷
পরিবর্তনে বদলে গেছে ৷
শুরু হল ঘোর অনাচার ৷
খিদে পেলে খায় আচার ৷
পান্তুয়া নদীর খেলে জল ৷
বাংলিশ্‌ বলা চাই অনর্গল ৷
কেউ যদি দিনে ঘুরে ৷
অলসরা এসে পাকড়ে ধরে ৷
বর্ষা কালে মেললে ছাতা ৷
কেটে নিবে শুধু মাথা ৷
বিকেল বেলায় করলে খেলা ৷
গরু এসে মারে ঠেলা ৷
রাতে চাঁদ দেখা নয় ৷
পঞ্চাশ জরিমানা দিতে হয় ৷
অসহায় চোরেরা বেড়ায় ভোরে ৷
অন্যথায় যে বিপদ বাড়ে ৷
ছাত্র-ছাত্রী দেয় পরীক্ষা ৷
অবশ্যই না নিয়ে শিক্ষা ৷
মেলা হলে কেনে মই ৷
রাত জেগে বিলোয় দই ৷
ছিল যত নর-নারী ৷
একে 'পরে দিল আড়ি ৷
এমন দেশে যাওয়া পাপ ৷
মরার থেকে বাঁচা লাভ ৷
আর কিছু বলবো না ৷
ওরা শুনলে ছাড়বে না ৷