কোনো গরিব একদিন গিয়েছিল এক শহরে ৷
করেনি কেউ সম্মান,রাখেনি বড়ো আদরে ৷
পিপাসা মেটাতে সে এল বড় বাড়ি ৷
জল চাইলে কহে বাবু,"এই নে তোর দড়ি ৷"
কথা শুনে চলে গেল পাশের ওই স্কুলে ৷
তৃষ্ণা মেটাল শেষে ইস্কুলেরই জলে ৷
অসহায় গরিবটি ফিরে এল গ্রামে ৷
বিলোয় প্রেম পেয়েছি গরিবেরই নামে ৷


কিছু দিন বাদে এল,বাবু সেই গাঁয়ে ৷
পিপাসা মেটাতে গেল গরিবের কুটিরে ৷
একে 'পরে দেখিয়া ভাবল অতীত ৷
জল দিয়ে বাবুকে শেখাল সে উচিত ৷
ভুল হয়েছে ভুল হয়েছে,হবে নাকো আর ৷
একবার গেলে জান,পাবে না আবার ৷
তুমি বাবু আমি গরিব,কিন্তু আছে তো জীবন ৷
মানুষের মত কাজ কর,ভালো লাগবে মরণ ৷