দানা দানা,সাদা সাদা তোমায় কত চিনি ৷
বাজার থেকে খাব বলে নিত্যি কিনে আনি ৷
তোমার স্বাদে সর্বদা থাকো তুমি অটুট ৷
পাথর আকারেও থাকো তুমি,ভাঙলে দেও ছুট ৷
খেতে তোমায় ভালোই লাগে নিয়ে কিছু সাথ ৷
সকালে লাগে তোমায় ঘষতে মারি-দাঁত ৷
কত মানুষ কত নামে ডাকে যে তোমায় ৷
কাটা গায়ে লাগলে তোমার রাগটি বোঝা যায় ৷
নানান কাজে লাগো তুমি ধরণীর বুকেতে ৷
তোমায় ছাড়া হয় না কভু রান্না সুখেতে ৷
মানুষের মুখের বুলি ভাতের সাথে খাবে ৷
যতদিন সাগর আছে তুমি বেঁচে রবে ৷
কীটপতঙ্গ থাকে না তোমার ভয়ে জমিতে ৷
বেশি করে খেলে কেউ রহে না নিজেতে ৷
তবুও তুমি সবার সেরা,তুমি স্বাদের বাহার ৷
যে কেউ করতে পারে তোমায় ব্যবহার ৷
করতে হয় গুণ যদি তোমায় খায় ৷
তোমার মতন বন্ধু পাওয়া সত্যি বিষম দায় ৷
জল থেকে জন্ম নিয়ে ডাঙায় তোমার বাস ৷
জলকে তুমি পাও ভয়,জলেই সর্বনাশ ৷