একবার এল প্রেম,অশ্রু ঝরাল কতবার ৷
বেদনার সাথী হয়ে আজ হাহা-কার ৷
যেই প্রেমেতে ভালোবাসার শিখা জ্বালালাম ৷
সেই শিখাতেই প্রেমকে আমি হারালাম ৷
কত স্বপন দেখেছিল এই দু'নয়ন ৷
আজ মন তার কোনো পেল না যতন ৷
এই প্রেমেতেই লিখেছিলাম তোমার ওই নাম ৷
সব কিছু হারিয়েও পেলাম না তার দাম ৷
আজ তুমি অভিশাপ,নেই তার কোনো মাপ ৷
প্রেম করে তব সনে করেছি মহা-পাপ ৷
অসময়ে তেড়ে আসা ক্ষণিকের ঝড় ৷
নিজেকে নিজের থেকে করে দিল পর ৷
তুমি আজ অন্তরের আলেয়া ৷
বৃথা মোর তোমাকে চাওয়া ৷
সাজানো সখের মন-বাগান ৷
ভেঙে দিলে,শুনলে না বারণ ৷
বুঝে নিলাম তোমার প্রেমের পরিণাম ৷
তোমাকে চেয়ে আমি আজ কী পেলাম ?