প্রেম-প্রীতি-ভালোবাসা লাগে শুধু মিষ্টি ৷
জাগতিক সংসারের নিদারুণ সৃষ্টি ৷
বাইরে-ভিতরে আছে কোমল-কাঠিন্যের আবরণ ৷
ঠিক যেন মনে হয় নারিকেলের মতোন ৷


পীদিম ভালোবাসাকে কহে এখান থেকে যাও ৷
আমার মতো যাবে জ্বলে,নিজেকে বাঁচাও ৷
কারও কথা শোনে না সে ৷
তাইতো পাবকে আজও জ্বলছে ৷


থাকুক প্রিয়া আমাকে ছেড়ে যত দূরেতে ৷
নজর থেকে পালিয়ে লুকোবে লজ্জাতে ৷
মন যেথায় লাগার কথা,সেথায় লাগবে ৷
শত বিপত্তিতেও কভু পিছু না হটবে ৷


পৃথিবী একদিন বলেছিল কথা একটা দামী ৷
সবাই না শুনলেও,শুনেছিল যারা প্রেমী ৷
যার কারণে আসা হয় পৃথিবীতে ৷
তাকে সফল করেই হবে দুনিয়া ছাড়তে ৷