ওই যে দূরেতে দিন চলে যাচ্ছে ৷
কে যেন সন্ধ্যাতে সূর্য চুরি করছে ৷
আমার হিয়ার আঙিনায় সে চলে এসেছে ৷
আর এসে একটি দীপ জ্বেলে দিয়েছে ৷


এই ভেবে মন মোর চুপ করে থাকে ৷
আর সে স্বপ্ন নিয়ে আসে ঝাঁকে ঝাঁকে ৷
সব কিছু নিজের হয়েও যেন কিছু লাগে না ৷
সে কেন এল তবে,নিয়ে শত ভাবনা ৷


মন জানে আজ মোর অন্তরে যা হচ্ছে ৷
মনের গহীন বনে সে পাড়ি দিচ্ছে ৷
হতে পারে সে মোর,ছিল সন্ধ্যা-পরী ৷
আমার থেকে আমার হিয়া করল এসে চুরি ৷