পরভৃতের কন্ঠ শুনে নিদ্রাভঙ্গ হল ৷
আর ক্ষণদা তখন তমিস্রাকে হারাল ৷
খগে নিশাকান্তের দর্শন মিলল ৷
মার্তণ্ডর প্রভাখানি প্রভাতে জ্বলল ৷


বাটী হতে বেরিয়ে প্রাতঃ ভ্রমণে যেতে উদ্যত হলাম ৷
যেতে যেতে নির্ঝরিণীর কলকল শুনতে পেলাম ৷
নরেশের পুষ্করিণীর দক্ষিণ ধারে গিয়ে পৌঁছালাম ৷
পুষ্করিণীর তোয়তে অসংখ্য কুমুদ রঙ্গন দেখলাম ৷


তথা হতে বিপিণের প্রথম শাখী পর্যন্ত পদব্রজে ভ্রমণ করলাম ৷
হরেক পতত্রী,কুরঙ্গম আর সিঙ্গির গর্জন শুনে প্রত্যাগমনের বীথি ধরলাম ৷
আকস্মিক ব্যোমের জীমৃতকে অদ্রি-সনে তুলনা করল লোচনদ্বয় ৷
ধেনু,হয়,ভষক,মধুপ দেখতে দেখতে প্রথম প্রভাত ভ্রমণ বিদায়ে নিলাম আশ্রয়ে আশ্রয় ৷