ঘর আমার শূন্য করে বেঁধেছ সংসার ৷
পারাবারকে পেয়েও অন্তর তৃষ্ণার্ত আমার ৷
আজও অজ্ঞাত আমার কাছে তোমার ছলনা ৷
তোমায় পাবো নিজের করে,ছিল কামনা ৷
দিন-রাত হয় আকাশে;বাতাস গন্ধ বয় ৷
তোমায় হারিয়ে মনটি আমার এখন নিরাশ্রয় ৷
বুকে ছিল এত শঠ,মুখে মিছরির ছুরি ৷
জানলে আগে করতাম না হৃদয় তোমার চুরি ৷
আজকে তুমি কোনখানে;আমিই বা কত দূরে ?
তমিস্রাকে সাথী করে ডরি রোদ্দুরে ৷
ভুলে গেলে আজ তুমি পেয়ে মধু-সাগর ৷
তাই বুঝি আমি মন থেকে যাযাবর ৷
এত কাছে পেয়েও তোমার পেলাম না আদর ৷
স্পৃহণীয় প্রেমকে ধিক্কার জানাচ্ছে অন্তর ৷