জাগ্রত চেতনা আমাদের একুশে
মায়ের মুখের ভাষা,
স্বাধীন ভাবে বেঁচে থাকা
এটা এখন শুধুই আশা।


একাত্তরের স্বাধীনতা
একুশ শহীদের রক্তে কেনা
স্বাধীন ভাবে বেঁচে থাকা
একটি জাতির উদ্দীপনা।


একুশ শহীদের রক্তের স্মৃতি
তাদের পায়ে হাজার সালাম,
তাদের রক্তে পেয়েছি স্বাধীনতা
শহীদ মিনারে রবে অম্লান।


বিশ্ব মানচিত্রে রক্তে লেখা
বাংলার অভিধান,
একুশ আমাদের ভাইদের স্মৃতি
বর্ণমালায় রবে অম্লান।


একুশ দিয়েছে দমকা হাওয়া
বায়ান্নর এনেছে ঘূর্ণিঝড়,
একুশ মানেই মায়ের ভাষা,
আকাশ–পাতাল তেপান্তর।


একুশ আমার মায়ের ভাষা
স্বাধীন বাংলার অধিকার,
একুশ মানে জাতির চেতনা
স্বাধীনতা দিয়েছে একাত্তর।