বাদলের আকাশে গোধূলি বেলা,
বৃষ্টির মুখে রঙের খেলা।
পৃথিবী রঙিন হয়ে পড়ে,
ফুলের গল্প শোনায় প্রাণে।


বৃষ্টির বীণা বাজায় মনে,
জলের নাচ দেখা যায় দিনে।
পোকারা হাসে, পাখি গায়,
বৃষ্টির ছন্দ সবাই পায়।


ধূসর পাখি চেনা আকাশে,
ছোট্ট বালক ভেসে খেলে।
বৃষ্টির মাঝে সব ভুলে,
সুখের বাঁধন কাঁটা চুলে।


বৃষ্টির ধারায় পৃথিবী লুকায়,
সব দুঃখ ভুলে যায় দিনের মাঝে।
আলোর মায়ায় বিশ্ব রংয়ে,
বৃষ্টির মাঝে সব মিলায়ে।