মশা একটি ছোট প্রাণী
তার স্বভাব খুব খারাপ ও নির্দয়
সবাই জানে মশার কথা
কিন্তু সবাই মশা থেকে ভয় পায়।


মশারো একটি জীবন
তার জীবনে আছে তার নিজের মজা
তাদের মজার কারনেই মোদের
পেতে অনেক সাজা।


মশা আসে রাতে বেলা
ভেঙ্গে মোদের ঘুম,
জীবন মোদের অস্বস্তি করে
দিয়ে যায় গালে চুম।


মশার হাত থেকে মুক্তি পেতে
তাদের সঙ্গে করি লড়াই,
শত ব্যবস্থা নেওয়ার পরেও
আমরা শুধু মশাকেই ভয় পাই।


অনেক রোগের কারণ মশা
সবাই সচেতন হোই মশা মারায়,
পরিবেশের নিয়ম মেনে চললে
বংশ বিস্তার হ্রাস পায়।


মশার সঙ্গে জড়িত রোগ,
ধ্বংস করে আমাদের জীবন ,
পরিবেশ সচেতনতা হবো মোরা
সবাই মিলে করি এই পণ।