তুই আমার নীল আকাশের,
একটি মাত্র পাখি।
মন যে চায়, সাজিয়ে তোরে
পিঞ্জরে পুষে রাখি।


তোর লাগি বানাবো আমি,
ছোট্ট সুখের ঘর,
সেই ঘরেতে রইব মোরা,
সারা জীবন ভর।
আদর করে ডাকবি আমায়,
বলবি, “ওগো বর!
তুমি পাশে থাকলে আমার,
কেটে যায় সব ডর।”


পাগলিরে তুই মনটা আমার
করলি কেমনে চুরি!?
তোর খেয়ালেই দিন যে কাটে,
উড়ে মনের ঘুড়ি।


ঘুড়ির সাথে লাগানো আছে,
তোর মনের নাটাই,
ভুল বুঝে করিসনা যেনো,
হৃদয় থেকে ছাটাই।


আদর দেবো, সোহাগ দেবো,
দেবো ভালোবাসা,
হাজার কষ্টেও পূরণ করব,
মনের সকল আশা।