চোখের কোনে স্বপ্ন হয়ে
থাকবো আমি ভেসে,
চোখ মেললেই পালিয়ে যাবো
ভোরের আলোর বেশে ।।
চোখের পাতায় রাজ্য জয়ের
গল্প হবে বেশ,
চোখ মেলেও পাখির সুরে
কাটবে নাকো রেশ ।।
আজ সকালের মিষ্টি রোদ
নয়ন মাঝে মেখে,
প্রজাপতির রঙিন ডানায়
জীবন ছবি এঁকে ।।
জেগে উঠো লক্ষী মণা
বাহির পানে চাও,
নদীর মাঝে মাঝি কেমন
উজান ঠেলে নাও ।।
স্বপ্নলোকের স্বপ্ন ছবি
হাতছানি দেয় হেসে,
বাইরে দেখো নাচছে ভূবণ
আধার রাতের শেষে ।।
দূর পাহাড়ের শরীর ছুয়ে
ঝর্ণা এলো নেমে,
একটু খানি তাকিয়ে দেখো
কার আশাতে থেমে ??
ফুলের মাঝে নৃত্য রত
ঘাস ফড়িঙের দল,
তাদের সাথে তাল মেলাতে
লাগবে বুকের বল ।।
স্বপ্নগুলো আগলে রেখো
যত্ন করে বুকে,
দিনটি তোমার কাটুক ভালো
সুখে মহা সুখে ।।
এমন দিনে মনে কারও
দিও নাকো ঘাত,
অনেক অনেক আশা নিয়ে
জানাই সুপ্রভাত ।।