কে তুমি আমার মা?
কোথায় আমার বাবা?
কেনই বা আমি ছিলাম ,
ঝোপের ধারে?
কেনই বা স্যার জী আমায়,
আনলো হেথায় ধরে?
স্কুলের ওই পি.টি.এম এ,
সবার বাবা মা আসেন,
আমার কেন আসেনা?
ছোট্ট সজল চোখে,
কত প্রশ্নর আনাগোনা ,
করে মনের এধার ওধারে.
স্কুলের অন্য বাচ্চারা,
বলে আমায়,
বাপ নেই মা নেই,
আমি নাকি হারানি.


কি দোষ ছিল মা,আমার?
কেনই বা রেখে গেছিলে আমায়,
ঝোপের ধারে?
আমার নরম তুলতুলে ,
হাতের ছোঁয়া কী তোমায়,
একটু ও আপ্লুত করেনি?
আমার কচি গলার কান্নার শব্দ,
তোমায় কী একটুও আনমনা করেনি?
কি দোষ ছিল মা, আমার?
বলো না মা কী ছিল ,
আমার অপরাধ?
যার জন্য আজ আমার
একমাত্র পরিচয়,
"আমি যে অনাথ."