ও আমার বাংলা মাগো,
বাংলা আমার প্রাণ।
তাই যেথায় থাকি,
গায় যে সদা বাংলা মায়ের গান।


বাংলা আমার মেঠো পথে,
বাউলের ওই গান।
বাংলা আমার দোয়েল শ্যামা,
আর কোকিলের কুহু তান।


বাংলা আমার সবুজ শস্য,
আর সোনালী ধানের গোলা।
বাংলা আমার তাল খেঁজুর,
আর বট আম হিজলের মেলা।


বাংলা আমার ঊষাকালে,
শিশির ভেজা ঘাস।
বাংলা আমার গোধূলিতে,
রক্তিম পশ্চিমাকাশ।


বাংলা আমার  রবি নজরুল
আর জীবনানন্দ দাশ।
বাংলা মা যে রত্নগর্ভা,
তা অস্বীকারের নেই অবকাশ।


বাংলা আমার মনের ভাষা,
আর আমার নাড়ীর টান।
তাই যেথায় থাকি,সেথায় গায়
বাংলার জয়গান।