বসন্ত তুমি নাকি মধুমাস!
ডালে ডালে পল্লবে,
শুধু তোমারই আভাস।
পলাশের ওই আগুন রং,
কোকিলের ওই কুহুতান
জানান দেয় তোমার আগমন।


বসন্ত তুমি নাকি মধু মাস !
এতো কেন মেঘে তবে ঢেকেছে আকাশ?
ক্ষনে ক্ষনে বৃষ্টির ওই ঝিরঝির,
দ্বিধান্বিত করে-
এ কি মধুমাস,
নাকি বৃষ্টির উপক্রমনিকা?


বসন্ত তুমি নাকি মধু মাস !
তোমার আগমনে ,
প্রেমে প্রেমে ছেয়ে গেছে মুক্ত আকাশ?
চারিদিকে রং এর কতই না খেলা!
শুধু কি গুলাল?
না রক্ত হোলি খেলা!


বসন্ত তুমি নাকি মধু মাস?
তুমি নাকি আনো রূপ রস গন্ধে,
প্রেমের আভাস !
তবে কেন দাঙ্গা হানাহানি,
এত কেন রক্ত ছড়াছড়ি,
তবে সকলের রক্তের রং লাল,
বসন্ত জানো তো -
এবার তুমি এলে ঠিকই
কিন্তু নিয়ে এলে কেন প্রেমের আকাল?