আজ মন বড় ই ভাড়াক্রান্ত,
বিষাদের সুরে মন আজ আক্রান্ত.
মন আজ বড় ই উথাল পাথাল.
কুল কিনারা হীন নদীর মত,
আজ তার নেই কোনো তল.
প্রতিবেশীনীর মৃত্যু তে,
আজ বড় ই থমথমে ছমছমে ভাব,
সব যেন আছে,
তবুও যেন মনে আনন্দের অভাব.
মনে আসে যতো  ভাবনা আজে বাজে,
সবি তো আছে; কিন্তু ওই
ছোটো শিশু দুটির কী হবে?
হে; দেবতা পুরুষ  এ তোমার
কেমন বিচার?
মা হারা ওই ছোটো শিশু দের প্রতি,
তুমি কি ,করো নি অবিচার?
এই ভাবে তুমি দিও না ,
কেও কে কষ্ট .
বিষাদের সুরে আজ মন,
বড় ই শান্ত শিষ্ঠ.