"তালাতালি আছো, না বাবা"!
ছোট্ট মেয়ে অয়ন্তিকা;
বছর দেড়েকের হবে,
আধো আধো স্বরে সবে
কথা শিখেছে।


ছোট্ট অয়ন্তিকা বোঝে না
মহামারী আর লকডাউনের মানে,
বাবা নেই ঘরে,
এটাই তার সর্বক্ষন মনে।


বাবা যে তার পরিযায়ী শ্রমিক,
সরকারী এরোপ্লেনে ,
ফেরার তার নেই অবস্থা,
পায়ে হেঁটে ফেরার তাই
তাই করেছে ব্যবস্থা।


নিয়তীর করাল ঘাতে
প্রান গেল মালগাড়ি চাপা পড়ে,
রুটির টুকরো পরে রইল,
রেল লাইন এর উপরে।
মোবাইল ফোন ছিটকে পড়ল
রেল লাইন এর পাশে।


হঠাৎ ই রিং টোন,
ফোন তোলে এক পুলিশ কন্সটেবল,
ওপার থেকে ভেসে আসে শব্দ
"তালাতালি আছো না, বাবা"!