বলি ও হে করোনা, আর রাগ ক'রোনা,
শান্ত হও এবার ,ছড়িয়ে আর  যেও না।
এ কী!প্রলয়ে বিভীষিকা তুমি ছড়ালে,
লালায়িত জিভ; রক্তচোখেতে তাকালে।


কোন ধ্বংস খেলায় বলোনা মেতেছ
মরন ফাঁদে নীরবেতে প্রাণ কেড়েছ,
আগেকার ওই প্লেগ যক্ষার মতই,
মহামারী রূপে কী ভীষণ ভয় দিয়েছ।


ফিরে যাও ওগো করোনা, করুণা করো,
প্রান নিয়ে আর ক'রোনা গো  টানাটানি,
সুস্থ মনে এবার বাঁচতে দাও হে লীলাময়
কখনোই আর দিয়ো না গো হাতছানি।