ডিপ্রেশন মানে খারাপ,
মনের সাথে মনের লড়াই!
সবাই আছে তবুও যেন,
মনে হয় বড় একাই।  


ডিপ্রেশন মানে নিম্নচাপ,
ঝড় জলের পর,
প্রকৃতি স্বচ্ছল হয়ে যায়,
আর মনের নিম্ন চাপ যেন,
সমুদ্র তীরে বালির মত
আরো আরো করে ভিজতে চায়!


ডিপ্রেশনই অবসাদ,
মনের ভিতর চলছে এক,
বড়সড়ো সন্ত্রাস,
প্রিয় যা তা সবই আছে,
তবুও যেন মন কেন উদাস!


ডিপ্রেশনটা হলো
চাতক বারি যাঁচার মত,
আমার তোমাকে চাওয়া!
হোক না সে কাছের মানুষ,
বন্ধু প্রিয়জন, কাছে যাওয়া।
যে আমার আমিকে
পুরোটাই করবে গ্রহন।


ডিপ্রেশনও কথার পাহাড়,
বিশ্বস্ত অপরকে বলতে না পারার অভাব,
আজকাল তো শ্রোতাই কম
বক্তা হওয়ায় সকলেরই স্বভাব!


ডিপ্রেশন মানে অরুচি,নেই ঘুম
আর হতাশ হবার প্রবনতা।
একা হতে হতে যেন,
জীবন থেকে পালিয়ে
ফিরে পাওয়ার আত্মমর্যাদা!


পালিয়ে কী আর মুক্তি পাওয়া যায়,
বাহ্যিক ব্যথা সকলের দৃষ্টিগোচর হয়,
আর মনের ব্যথা!
ভালো থাকার অভিনয়ের পেছনে
মনেই রয়ে যায়!


তবুও বাঁচতে হবে,ভালো থাকতে হবে,
পাশে যদি নাই বা থাকে কেউ,
তবুও নিজের ভালো থাকার পথ
খুঁজতে হবে নিজেকে পেরিয়ে সব ঢেউ।
নাও দেবে বৈঠা দেবে
বইবে না আর কেউ।