হেমন্তের মৃদু মন্দ
বহিছে পবন
ঘরে বসে আজ আমি
একলা মন.
মন আজ বড় ই উত্তাল,
মনের আজ নেই কনো হাল.
বেগতিক নৌকার মতো
তুলে দিয়েছে সে পাল.
মন শরীরের দ্বার, আর
শরীর মনের আধার.
ক্লান্ত শরীরে আসে না কবিতা
মনে যা আসে বেকার সবিতা.
মন আজ ভাড়াক্রান্ত,
আমি যে আজ শ্রান্ত.
ভাবনার বনে ,
করি বিচরন.
ঘরের কণে বসে,
আজ আমি একলা মন.