বাজারে এখন বেজায় ঝড়,
শুধু ইন্টারনেট.
এ যে এক বৃহৎ জাল,
ছড়িয়েছে এদের র‍্যাকেট.
মারকেটের লড়ায়ে,
কোনটির ভালো খেল,
জিও, আইডিয়া,না এয়ারটেল?
বুঝিনা তার রকম সকম,
দেখতে হবে মারকেট গিয়ে,
কার বেশী সেল.


প্রভাতেতে প্রার্থনা,
আজ নেই তার বালাই,
সকাল সকাল এখন সবে,
হোয়াটস আপ, ফেসবুক চালাই.
মর্নিং এ যদি না হয় ,
স্ট্যাটাস আপডেট,
সবাই বলবে বড্ড বেকার,
এক্কেবারে ব্যাক ডেটেট.
সকালেতে আপডেশ্যান
গুড মর্নিং,
না হলেই দিনটি বেকার,
গুড ফর নাথিং.
ও !খবরের কাগজ,
বড্ড ন্যাগিং;এক্কেবারে সেকেলে.
আজ তো নিউজ আপডেশ্যান
ফেশবুকেতে ই চলে.


যদি শোনো ডাক্তারি ওপিনিয়ন,
তারাই বলছেন,
এসবের ও আছে নাকি নানা রিয়াকশ্যান.
আজ নাকি এসব,
হয়েছে এডিকশ্যান.
ডিপ্রেশন,হেডেক,আই ডিসিস,
সচেতন না হলেই ,
জীবন হবে ডিসমিস.


তাই বলি সকলেই,
রয়ে সয়ে কর ;ইন্টারনেট ইউস,
জীবন যে বড়ই মূল্যবান,
তাকে কোরো না কনফিউস.