মেঘ তুমি কার?
পাহাড়ের.
নদী তুমি কার?
সাগরের.
জ্যোৎস্না তুমি কার?
আমি চঁাদের.
রৌদ্র, তবে তুমি কার?
আরে আমি তো সূর্যের.
ফুল তুমি কার?
আমি,কবরীর.
ও মেয়ে ,তুমি কার?
আমি!জানিনা,
বাবা মা বিয়ে দিয়ে ,
করলেন পর,
স্বামীর হাত ধরে ,
ছাড়লাম ঘর.
লতার মত জড়িয়ে ধরেছিনু যাকে,
ছুড়ে ফেলে দিল
এক নিমিষে আমাকে.
জল ভেবে ছুটে ছিলাম পিছে,
দেখলাম জল নয়, মরিচীকা
ছোটায় মিছে মিছে.
আপন ভেবেছিনু যাকে,
দেখলাম আপন নয়,
সে যে পর !
সে আমার নয়,
সে অন্যের.
সত্যিই!আজ আমি জানিনা,
আজ আমি কার?