শ্রীচরনেরষু - দূর্গা মা ,


পত্রের প্রথমে জানতে চাই
সব আছে তো কুশল,
আশ্বিনের ওই শারদ প্রাতে,
সবে নিয়ে , এসো কিন্তু সকাল সকাল.
মহাদেবের ও নিমন্ত্রন আছে,
বুঝিয়ে বোলো কিন্তু,
আবার যেন রাগ না হয় পাছে.
জানো মা মর্ত্যের অবস্হা
একে বারে নেই ভালো,
ছেয়ে গেছে মুখোশ পড়া
আর বিষময়তার কালো.
স্বর্গে শুধু মহিষাসুরের মদমত্ততা,
আর এখানে ধর্ষকাসুরের বর্বরতা.
মা,লক্ষ্মী সরস্বতী কে রেখো চোখে চোখে
তুমিও থেকো মা,
একটু সাবধনতার  বশে.
এখানে মা হয় প্রতিবাদ ,
মোমবাতি মিছিলে.
তবুও হয় না শেষ!
বাচ্চা থেকে বুড়ি সবই পড়ে,
বর্বরতার কবলে.
এবার মা চাইনা রূপ মৃন্ময়ী,
হও মা এবার চিন্ময়ী...
ধং স করো মা সব কালো,
জগৎ কে করো আঁধার থেকে আলো.


                                  ইতি
                                মিঠু দাস পাল.