সেদিন ছিল ২৫ শে অগ্রহায়ন
তোর সাথে আমার প্রথম দেখা.
সাদা জামা নীল প্যান্ট উস্কখুস্ক চুল,
আলতো চোখের আড়ালে দেখেছিলাম তোকে,
ভাড়ি সুন্দর দেখাচ্ছিল.
সাদা পাতায় লেখা নীল খামে মোরা,
সেই স্মৃতি যেন আজ ও চির ভাস্বর.


আমি ছিলেম ,
হলুদ শাড়ি ,লাল ব্লাউস, ছোটো টিপ
আর হালকা লিপস্টিকে.
সামনে থাকা বড়দের চোখ উপেক্ষা করে
ভালো করে সেদিন দেখতে পায় নি তোকে,
হঠাৎ কোন শুভ ক্ষনে ,
লজ্জা লজ্জা মুখে চারি চক্ষু তে চাওয়া.
ঠোঁঠের কোনে তোর সেই আলতো হাসি যেন,
আজ ও শ্বেত বলাকার মেঘের কাছে
ভেসে যাওয়ার মতো চির উজ্জ্বল.


এরপর অনেক হাসি দেখেছি তোর,
কিন্তু সেই দিনের সেই ঠোঁঠের কোনে
লেগে থাকা আলতো হাসি আর পায় নি কখনো.


আড়ল থেকে দেখে ছিলেম আমি
চলে যাওয়ার মুহুর্তে তোর চখের চাহনি
পিছু ফিরে খঁুজছিলি যেন কেওকে.
সে যে আমি, সেদিন বুঝি নি;
বুঝেছিলাম পরে, তোর একটি কথার সুরে.


মনে পরে কি তোর ,
সেই সব স্মৃতি কথা?
কিন্তু আমার স্মৃতি তে
প্রথম দেখার সেই মুহুর্ত
আজ ও চির উজ্জ্বল, চির ভাস্বর.