(আঞ্চলিক ভাষা অবলম্বনে লেখার চেষ্টা)


শুইন্যাছি,পাহাড়গঞ্জে মেলা বসেছেক,
ও মরদ, তুই মুকে মেলায় লিয়ে যাবিক.
পিছলে বার বইলে ছিলিক মোরে,
মেলায় যাবক লুতন শাড়ি পড়েক,
মারাংবুরুর রুষ্টতায় ফসল হইলক নাই!
দানা পানির ভাবলায় যাওয়াক হইলক নাই.


কিন্তু, এইবার হামি মেলায় যাবক,
জঁুড়ি পাড়ের শাড়ি পড়বক,
গ‍্যান্দা ফুলের মালা পইড়্যা,
ভ্যানিটি ব্যাগ লিয়ে;
বড়লুকের ম্যাইয়ার মতক,
হ্যঁাইন্টে ব্যাড়াইবক
আমায় কেউ চিনতেই পাড়বেক লাই.
ও মরদ, তু মুকে চিনতে পাড়বিক লাই.


মারাংবুরুর কাছে করি প্রার্থনা,
এই বারেক ফসল দাও,
কইরনা বঞ্চনা,
দানাপানি দাও এইবার প্যাটটি ভইরেক,
মেলায় যেন য্যাইতে পাড়িক জুড়ি শাড়ি পইড়েক.