এসো শূন্যতায় খুঁজি অপার্থিব আসক্তি
মোহ-মায়া দৈন্যতা হতে চিরমুক্তি ।
নিরবতা-নির্জনতার মাঝে লুকায়িত শান্তি
মুছে দিতে পারে যত আছে সব ক্লান্তি ।।


কল্পনার আকাশে সজ্জিত সুবাসিত সুখ
রঙিন আলোয় দেখেছি কত পরিচিত মুখ ।
স্নিগ্ধ-কাতর পরশ মাখা মমতা
কেবলই মিলে, যদি চান সৃষ্টিকর্তা বিধাতা ।।


জীবনের রঙে আঁকা স্বপ্নের পথ চাওয়া
এ যেন স্বর্গীয় বাসনা হিমেল হাওয়া ।
উদাসী মনের রিক্ততায় ডানা মেলে ভাসা
ক্ষণিকের তরে বদলে ফেলা দিশাহীন আশা ।।


মৌনতায় ঘেরা স্বচ্ছ উজ্জ্বীবিত অনুপ্রেরণা
সিক্ত নয়নে মলিন আলপনা, ছকে বাঁধা করুণা ।
উপেক্ষিত মানবতা হয়নি কভু ধীর
বিণীত শ্রদ্ধা করেছে মোদের পবিত্রতায় স্থির ।।