আমার ভালো লাগে বলে
কলম ধরেছি নামহীন ডায়েরীর পাতায়।


ক্ষণিক একেঁছি আবার
লিখেছি কিছু অজানা শব্দে ছন্দহীন কবিতা।


হয়তো বা মাঝে মাঝে
শেষ হতে হতে অসমাপ্ত রয়ে গেল বাক্য।


আমি জানি না
কে বা কারা সেইসব বাক্য করবে শেষ।


আমি জানি না
কোথায় বা কখন থামবে আমার কলম।


প্রশ্ন করে মনকে উতলা করে লাভ কি?
সে যদি জানতাম-
তাহলে কি আর থেমে থেমে
দারিহীন কমাহীন কাব্যজালে জড়িয়ে নিতাম নিজেকে?


অথবা কাঁদতো কি আর
বিরামহীন কোন এক ক্লান্তিকর উদ্দেশ্যে।


অনেক জানার মাঝে
কিছু অজানা রয়েছে এতে আর নতুন কি।


অনেক দেখার মাঝে
কিছু লুকানো রয়েছে এতে আর চমক কি।


অনেক পাওয়ার মাঝে
কিছু হারানো রয়েছে এতে আর ভাববো কি।


আমি যে সময়ের কাছে দাসত্ব পালন করছি
আমি যে প্রকৃতির হাতে জিম্মি রয়েছি
আমি যে কলম আর ডায়েরির কাছে বদ্ধপরিকর


আমি বেঁচে আছি, বেঁচে ছিলাম
এবং বেঁচে থাকবো আমার
নামহীন, ছন্দহীন অসমাপ্ত বাক্যের কাব্যে।


আমি বেঁচে থাকবো
ভয়হীন, বাঁধাহীন আমার
অজানা ডায়েরির ছেড়া শেষ পাতায়।


আমার শেষ আশ্রয়
তোমাদের অবশিষ্ট হৃদয়ের কোন এক কোণায়।