বড্ড অভিমানী তুমি
বড্ড পাষাণ তোমার হৃদয়
কখনো আবার ভুলে যাও তুমি
অভিমান ভালো অভিনয় ভালো নয়


মাঝে মাঝে আমি হতবাক হই
আবার মাঝে মাঝে বিচলিত
কখনো ভাব হয়ে গেছে এ হৃদয়
কখনো আবার আশাহত


এ কেমন রূপ তোমার
এ কেমন তোমার কান্না
কেন যে অবিরাম কেঁদে হচ্ছ একাকার তুমিই জানো


আমি বা আমরা অথবা আমাদের
কোন ভুলের মাশুল নিচ্ছ তুমি বলতো?


কেন যে অসহায়কে করছো দিশাহীন
আবার কেন যে নদীকে করছো সীমাহীন!


আজ এতটা দিন হল-
তোমার অঝোর ধারা শেষ হয়েও হয়না তো শেষ


তুমি পারোও বটে!
ওহে বৃষ্টি,
ভেবোনা আবার ঝগড়া করছি তোমার সাথে।