প্রতিদিন একটু একটু করে
মৃত্যুর স্বাদ গ্রহণে ব্যস্ত পৃথিবী
মাটির উর্বরতা ও বেড়ে চলেছে
শবদাহের উচ্ছিষ্ট কয়লাতে


আজ কেবল পাড়ায় পাড়ায় নিস্তব্ধতা
অস্থির হৃদস্পন্দন সাথে
অদৃশ্য রক্তক্ষরণে জর্জরিত মস্তিষ্ক


বড়ই অসহায় লাগছে মাগো
এমন রঙ্গশালায় এসে
বড়ই একাকীত্বতা একঘেয়েমি
অবসাদগ্রস্ত নীরস এক একটি প্রহর


ক্লান্তি এখন অলস সময়ের সাথী
সীমিত হয়েছে পাহাড়ের উচ্চতা
এখন যে কত সম্পর্ক অচেনা হয়েছে
সেসব কি আর হিসেব আছে?


শেষ কবে সবুজের ভীড়ে
খেলা হয়েছিল পাখিদের সাথে
শেষ কবে ভিড় ট্রেনে
চার পাতার রঙ দেখেছিলাম


স্বপ্নের রঙগুলো কেবল ধূসর হচ্ছে দিন দিন
মাঝে মাঝে খোলা চোখে ও কালো লাগছে সব
স্বাদহীন জিভ গন্ধহীন নাক
সাথে বিকলাঙ্গ জরাজীর্ণ শরীর


এসব কি তবে অন্তিম মুহূর্তের অশুভ সূচনা!!!