ঈশ্বরচন্দ্র শর্মা ”বিদ্যাসাগর” যিনি
বাংলা গদ্যের জনক, যতির প্রবর্তক তিনি।
প্রমথ চৌধুরী চলতিরীতির প্রবর্তক
বীরবল ছদ্মনামে হয়েছেন স্বার্থক।
কবিগুরু রবীন্দ্রনাথ ছোট গল্পের জনক
ভানুসিংহ ছদ্মনামে ছড়িয়েছেন আলোক।
যুগ সন্ধিক্ষনের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত
টেকচাদ ঠাকুরই ছিলেন প্যারীচাদমিত্র।
কাব্য সহিত্যে আধুনিকতা দান করেছেন যিনি
সনেট, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক তিনি,
প্রথম বিদ্রোহী ও দওকুলোদ্ভব কবি,
মাইকেল মদুসূদন দওের অবদান সবি।
জীবনানন্দ দাসের আছে যে সব অলংকার
প্রকৃতি, রুপসী বাংলা, তিমির হনন ও নির্জনতার।
গীতিকবিতার ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী
জরাসন্দের আসল নামই চারুচন্দ্র চক্রবর্তী।
নাগরিক কবি ছিলেন শামসুর রহমান
দাদা ভাইর প্রকৃত নাম রোকনউজ্জামান খান।
প্রথম স্বার্থক উপন্যাসিক ও ওয়াল্টার স্কট
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট।
আধুনিক যুগের নাগারক কবি সমর সেন
গাজী মিঞার পরিচয় মীর মোশারফ হোসেন।
কাজেম আল কোরেশী ছিলেন কবি কায়কোবাদ
মুসলিম রেনেসার কবি ফররুখ আহমদ।