রাজ শেখর বসুই পরশুরাম
শহীদ জননী জাহানারা ইমাম।
বিনয় কুমার মুখোপাধ্যায় ছিলেন যাযাবর
ভারতচন্দ্রই প্রথম নাগরিক কবি রায় গুনাকর।
মধুসুদন মজুমদার ছিলেন দৃষ্টিহীন
কবর রচিয়াছেন পল্লী কবি জসীমউদ্দিন।
শ্রেষ্ঠ মহিলা, জননী সহসিকা সুফিয়া কামাল
বাহরাম খান দৌলত উজীর, মহাকবি আলাওল।
নজিবর রহমান সাহিত্য রত্ন, তর্করত্ন রমনারায়ন
মরমী কবি হাসন রাজা, মুকুন্দদাস চারণ।
মৌমাছি বিমল ঘোষ, হুতুম পেচা কালিপ্রসন্ন
বাংলার মিল্টন হেমচন্দ্র শেষ জীবনে ছিলেন অন্ধ।
নীল লোহিত, নীল উপাধ্যায়, সনাতন পাঠক যিনি
সুনীল গঙ্গোপাধ্যায় নামেই পরিচিত তিনি।
মোজ্জাম্মেল হক শান্তিপুর, ইসমাইল হোসেন সপ্নাতুর
ব্রক্ষবান্ধব উপাধ্যায়ের ”বিশ্ব কবি” রবীন্দ্রনাথ ঠাকুর।
অচিন্ত কুমার সেনগুপ্তই নীহারিকা দেবী
সুধীন্দ্রনাথ দও ছিলেন ক্লাসিক কবি।
স্বামী কালিকানন্দের ছদ্মনাম অবধূত
বেগম রোকেয়া নারী জাগরনের অগ্রদূত।
গোলাম মোস্তফার স্বীকৃতি কাব্য সুধাকর
সত্যেন্দ্রনাথ দও ছিলেন ছন্দের যাদুকর।
কঙকন মুকুন্দরাম চক্রবতী, মিথিলার কোকিল বিদ্যাপতি
নুরন্নেসা খাতুন ছিলেন সাহিত্যের স্বরস্বতী।