শান্তি শৃঙ্খলাপূর্ণ এ মানব সমাজে
সন্ত্রাসীরা লিপ্ত নানা আসামাজিক কাজে,
ভয়ভীতি সৃষ্টি করে মানুষের মনে বেশ
গড়ে তোলে সমাজে অসস্তিকর পরিবেশ।
অন্ধকারের অলিগলিতে বিচরণ করা ছাড়া
আলোর পথ কোন দিন খুজে পায় না তারা,
দেশের সর্বত্র আজ মরনাস্ত্রের ছড়াছড়ি
মৃত্যু শয্যায় শুয়ে কত করছে গড়াগড়ি।
রিভলভার, পিস্তল, বন্দুক, কাতারাইফেল,
প্রমানসহ ধরা পড়ে তবু হয় না জেল,
সন্ত্রাসীদের কালো থাবায় বিপর্যস্ত এ দেশ
আইনের চোখকে ফাকি দিয়ে দিব্যি ঘুরছে বেশ।
জানোয়ার রুপী কিছু হায়ানার দল,
পকেট গরম হলেই খুজে না আর তল।
শিক্ষাঙ্গনেও সন্ত্রাসীরা সৃষ্টি করেছে ত্রাস,
ধীরে ধীরে করবে তারা সারা বিশ্বটাকে গ্রাস।
কত শত ছাত্র লাশ হয়ে যাচ্ছে ফিরে ঘরে,
রোগ না হয়েও মা বাবারা তাদের শোকে মরে।
দাঙ্গাবাজি, হত্যা, লুণ্ঠন আরও অপকর্ম,
নারীর সতীত্ব নষ্ট করাই তাদের ধর্ম।
কলম হাতে বড় হওয়ার সপ্ন দেখবে যে ছাত্র
তা-না হয়ে তাদের হাতে কেন মরনাস্ত্র।
ছাত্রাবাস ছাত্রছাত্রীদের লেখাপড়ার বৈঠকখানা
বর্তমানে এটা বোমা তৈরির গোপন আস্তানা।
সন্ত্রাসীদের কবলে গোটা দেশ হুমকির মুখোমুখি,
সন্ত্রাস নির্মূল হলেই জাতি হবে সুখী।