ওহে সর্বনাশিনী চির লোভী
সর্বগ্রাসী পিশাচী অগ্নী-
এত ক্ষুদা তোর এত ত্রাসীনি
কেরে নিলি সবি কিছুই না ছাড়িলি।


কর্মক্লান্তি শেষে যবে
ফিরিল নীরে সবে,
কত স্বপ্নবোনা কত গল্প আনমনা
চকবাজারে তুই অনল তুলিলি ফনা।


স্বামী না ছারিল প্রিয়ারে
পুরিল মাতা গর্বে সন্তান লয়ে,
সহোদর পুরিল আপনারে জড়ায়ে
মেহেদী না শুখাতে বধু রহিল বিধবা হয়ে।


আরো কত লাশ খুজিয়া না পেল
কত আহাজারি চমকিয়া উঠিল,
কত স্বপ্ন আর কত আশার ঊষা
অস্তমিত যেন সকল ভরসা।


নির্লজ্জ হুতাশন তুই
কি জবাব আছে তোর?
আর কত প্রাণ কারিলে তবে
মিটিবে তোর বিলাসী ভক্ষন!


হে প্রতিনিধি সরকার নেতাগণ
আর কত বল কালক্ষেপন?
আর কত পরিবার ধংস হলে
ভাঙ্গিবে তব ঘুম?


থামাও স্বার্থের রাজনীতি আজ
এক হও সবে।
শপথে কর আজ রণধ্বনী
আরেকটিও প্রাণ না হারাবে কবু
পেয়ে অপমৃত্যুর হাতছানি।