এই হিয়া মাঝে সুপ্ত সাজে
ছিলে তুমি আপন রাজে
রূপকথার ওই রানী হয়ে
থাকতে সারা রাজ্য জুড়ে।


কি থেকে কি হয়ে গেল
রূপকথা যেন সত্যি হল
মনের রানী স্বপ্ন ছেড়ে
আমায় আপন করে নিল।

সত্যিই তোমার নেই তুলনা
তুমি আর কেউ নও
শুধু আমার নিরুপমা।


কত যুগ কত বছর
যেন অপেক্ষাতে রত
মরু যেমন মুখাপেক্ষী
ওই বাদল ঘটা অবিরত।


অবশেষে তুমি এলে
এ জীবন রাঙালে
ভালবেসে আমাকে
চির ঋণী করে দিলে।