নীরব রাতের ভাষা সেতো বেদনা
ঝি ঝি পোকার গুঞ্জন সেতো রাতের কান্না
ঐ আকাশের জেগে থাকা একাকী চাঁদ
নিজেকে পুড়িয়ে ছড়িয়ে চলেছে মুগ্ধ জোছনা।


আকাশের মত আমার সীমাহিন শূন্যতা
কবু কি পাবে না মন প্রাপ্য তার পূর্নতা?
ঐ হাজারো তারার মত মিটমিট জ্বলা
সূর্যের মাঝে নিজেকে সপে দেয়া।


সে কি বুঝি জীবনের পরম নিয়তি
বিষ খেয়ে কি করে দেখাও অমৃতের অনুভুতি?
শুধুই জীবনের সাথে সমঝতা
আত্মা কি পাচ্ছে বুঝে যা ছিল তার প্রাপ্যতা?


তুমি কি তোমার কথা শুনেছ একটি বার?
কান পেতে শুন মনের আর্তচিতকার।
ভালবাসা স্বর্গীয় দান
কারো জন্য তা করিও না ম্লান।


আপসোস নিয়ে বেচে থাকা
প্রাণহীন প্রস্থর খন্ডের সামিল।
পিছে ফেল সব জড়তা
ছড়িয়ে দাও শুধু একটায় বারতা।
ভালবাসা ভালবাসা শুধুই ভালবাসা।